সাটুরিয়া প্রতিনিধি, ২৩ জুলাই:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এর পুত্র রাহত মালেক শুভ্র এর পক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুর বক্স সবুজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার বরাইদ, দিঘুলিয়া ও তিল্লি এলাকায় বন্যার্তদের মাঝে পানি, চিড়া, গুড়, বিস্কিট,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।
এসময় সাটুরিয়া যুবলীগ নেতা মওলা বক্স রাজু, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাকিব আহম্মেদ, দরগ্রাম ভিকু মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ, মনির, সজিব, ছাত্র লীগ নেতা আসিফ, পিয়াসসহ অনেকে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুর বক্স সবুজ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সার্বিক তত্তাবধানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এর পুত্র রাহত মালেক শুভ্র এর পক্ষে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা করেছি। সাটুরিয়ার বরাইদ, দিঘুলিয়া ও তিল্লি ইউনিয়ন ছাড়াও কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আমরা বন্যার্ত মানুষের পাশে দ্বারানোর চেষ্টা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুলাই ২০২০।