সাটুরিয়ায় রাত পোহালেই নির্বাচন

হাসান ফয়জী, ২৫ ডিসেম্বর:

আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাটরিয়া উপজেলা নির্বাচন অফিস, ৩ জন রিটানিং অফিসারসহ উপজেলা প্রশাষন সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন।

সব কিছু ঠিক থাকলে আগামিকাল রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক যোগে ৯টি ইউনিয়নের ৮১ টি কেন্দ্রের ৪৫৪ টি কক্ষে ভোট গ্রহণ শুরু হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. লুৎফার রহমান জানিয়েছেন, এ উপজেলা মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৫ শত ৮৩ এবং মহিলা ভোটার সংখ্যা হচ্ছে ৭১ হাজার ৪ শত ২১ জন। ৯টি ইউনিয়নে অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ০৩ এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ০৭ টি।

সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন, ২৮৩ জন সাধারণ সদস্য এবং ৯৭ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদন্ধিতা করছেন।

বালিয়াটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২ হাজার ৬ শত ৮ জন। এখানে মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। নৌকা প্রতীক মো. রহুল আমিন, সতন্ত্র মীর সোহেল আহম্মদ টৌধুরী আনারস, মীর মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী মটরসাইকেল, মো. জাহাঙ্গীর আলম ঘোড়া ও জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দিন পেয়েছেন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।

ধানকোড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২৩ হাজার ৮ শত ৯৭ জন। এ ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। নৌকার প্রতীক মো. আ. রউফ, সতন্ত্র প্রাথী মো. শাহাজাহান আলী মটরসাইকেল, মো. জসিম উদ্দিন মোল্লা চশমা, মো. ফরহাদ আলম আনারস প্রতীকে নির্বাচন করছোন।

দরগ্রাম ইউনিয়নে ভোটার সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৭ শত ৭৩ জন। নৌকার প্রতীক মো. আলীনূর বকস রতন, সতন্ত্র প্রার্র্থী মো. জাহাঙ্গীর আলম জিকু আনারস ও মো. সেলিম হোসেন খান পেয়েছেন মটরসাইকেল প্রতিক নিয়ে মাঠে আছেন।

সাটুরিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৮ শত ১ জন। নৌকা প্রতীকে মো. আনোয়ার হোসেন পিন্টু, সতন্ত্র প্রাথী আব্দুল গফুর আনারস, জাতীয় পার্টির গোলাম মওলা লাঙ্গল ও ইসলামি আন্দোলনের মো. জাহাঙ্গীর আলম হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

দিঘুলিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা হচ্ছে, ১১ হাজার ৯ শত ৯০ জন। নৌকা প্রতিকে মো. শফিউল আলম জুয়েল, সতন্ত্র প্রার্থী আব্দুর রহমান ঘোড়া, এটিএম আব্দুল জলিল চশমা, মো. মতিউর রহমান আনারস ও অমিত হাসান মটরসাইকেল নিয়ে নির্বাচন করছেন।

তিল্লি ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এখানে নৌকার প্রতীকে মো. শরীফুল ইসলাম ধলা, সতন্ত্র প্রার্থী হিসেবে মো. রিপন মিয়া গোলাপফুল, মো. কামরুল হাসান খোকন ঘোড়া, মো. শিবলু সরকার মটরসাইকেল ও আব্দুল লতিফ আনারস প্রতিক নিয়ে নির্বচানে অংশ গ্রহণ করছেন।

বরাইদ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৬ হাজার ৫ শত দুই জন। এ ইউনিয়নে নৌকা প্রতিকে মো. হরুর অর রশিদ, সতন্ত্র প্রার্থী গাজী মো. আব্দুল হাই আনারস, সেলিম হোসেন ঘোড়া ও মো. মোশারফ হোসেন মটরসাইকেল প্রতিক নির্বাচন করছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ ডিসেম্বর ২০২১।

আরো পড়ুুন