সাটুরিয়া প্রতিনিধি, ৬ মে:
মানিকগঞ্জের সাটুরিয়ায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এসময় মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা কৃষি অফিসার মো. খলিলুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এর আওতায় উপজেলার দিঘলিয়া পূর্বপাড়া মৎস্য সমবায় সমিতির মাঝে একটি পিকআপ এবং তিল্লি সিআইজি মৎস্য সমবায় সমিতির মাঝে একটি একটি পিলেট মেশিন বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ মে ২০২১।