সাটুরিয়ায় প্রতিনিধি, ৫ জানুয়ারী:
মানিকগঞ্জের সাটুরিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে এই কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতিসহ আরও অনেকে।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটে বলেন, প্রধানমন্ত্রী এ বছর সঠিক সময়ে কম্বল পাঠিয়েছেন। মুজিব বর্ষ উপলক্ষে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৪ হাজার ৫শত কম্বল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জানুয়ারী ২০২১।