সাটুরিয়া প্রতিনিধি, ১৮ ডিসেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের সবুজ বাংলা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এ সংবর্ধনা মতবিনিয় সভা অনুষ্টিত হয়।
সংঘের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটো।
উদ্বোধন করেন সাটুরিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদ্য আমজাদ হোসেন লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম জুয়েল, সাটুরিয়া উপজেরা ভাইস চেয়ারম্যান আবুল বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, বরাইদ ইউডপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, সাটুরিয়া যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, হাসান আলী, মো. লুৎফর রহমান, সবুজ বাংলা যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদসহ আর অনেকে।
সভা শেষে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের হাতে সম্মনা হিসেবে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ ডিসেম্বর ২০২০।