সাটুরিয়ায় মাস্ক পড়া ব্যক্তিকে ফুল, মাস্ক বিহীন ব্যক্তিকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৯ নভেম্বর:

মাস্ক পড়া ব্যক্তিকে ফুল আর মাস্ক বিহীন ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নিবর্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তিনি জেলার অন্যতম বৃহৎ সাটুরিয়া সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই হাট-বাজারে অভিযানে নেমেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে আগত মাস্ক পরিহিত ক্রেতা বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সাথে তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক।

অপরদিকে যারাই হাটে বাজারে মাস্ক বিহীন চলাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। অভিযানে ৭ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এমন উদ্যোগে নেওয়া হয়েছে। জনসচেতনতায় এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে তাকে সহযোগীতা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশিনার (ভূমি ) সাবিহা ফাতেমাতুজ জোহরা।

 

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ নভেম্বর ২০২০।

 

আরো পড়ুুন