সাটুরিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ মার্চ:

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকবিরোধী সমাবেশ, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধায় বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ আরও অনেকে।

জেলা প্রশাসক এস, এম ফেরদৌস প্রধান অতিথির বক্তব্যে বলেন, জেলার ৭ টি উপজেলার মধ্যে সাটুরিয়া উপজেলাকে প্রথম মাদক মুক্ত ঘোষনা করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলাকেই করা হবে। আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখুন। কোথায় যায়, মাদকের সাথে জড়িত কিনা। আপনার সচেতনতাই সমাজ ও আপনার পরিবার মাদক মুক্ত থাকতে পারে।

পরে মানিকগঞ্জ ড্রামা সার্কেল মাদকবিরোধী নাটক পরিবেশন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ মার্চ ২০২১।

আরো পড়ুুন