সাটুরিয়ায় মাদকদ্রব্যের রোধকল্পে দিন ব্যাপি কর্মশালা

সাটুরিয়া প্রতিনিধি, ২ আগষ্ট.

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোল গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসন  অডিটরিয়ামে এ  আয়োজন করেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আরিফা জহুরা, মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আনোয়ার হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার।

এসময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) খাইরুন নাহারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মর্কর্তা খলিলুর রহমান।

পরে গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, দরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. আলী নুর বক্স রতন, দিঘুলিয়া চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, হরগজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানসহ আরও অনেকেই।

কর্মশালায় মুক্তিযোদ্বা, শিক্ষক, জন প্রতিনিধি, ধর্মীয় নেতা, ধর্মীয় শিক্ষক, সাংবাদিকসহ ১৫০ জন সমাজের বিভিন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ আগষ্ট ২০২২।

আরো পড়ুুন