সাটুরিয়ায় মহান বিজয় দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ ডিসেম্বর:

মানিকগঞ্জের সাটুরিয়ায় মহান বিজয় দিবস  ২০২০ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

বুধবার সকাল ৭ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে প্রথমে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম পুস্পস্তবক অর্পণ করেন।

পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সাটুরিয়া প্রেসক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, ওসি তদন্ত মো. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহুল আমিন, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু ছাড়াও এসময় সাটুরিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সিমীত আকারে দিন ব্যাপি বিভিন্ন অনষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২০।

আরো পড়ুুন