সাটুরিয়া প্রতিনিধি, ১০ জুন:
মানিকগঞ্জের সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্টা মো. ফজলুর রহমান ও বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মুহাম্মদ জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার উপজেলার জান্না উচ্চ বিদ্যালযের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন বাদী হয়ে পিতা ফজলুর রহমান – পুত্র মুহাম্মদ জিয়াউর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে সরকারী কাজে বাদা প্রধান মামলা দায়ের করেন।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, জান্না উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন কে কেন্দ্র করে ফুকুরহাটি ইউনিয়নের সাবেক ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সহ ৫ জনের নামে মামলা হয়েছে। বিষয়টি আমি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার সাটুরিয়ার জান্না উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চারজন প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেন অভিভাবকরা। নির্বাচিত চার সদস্য ও বিদ্যালয়ের চার শিক্ষক (প্রতিনিধি) সদস্য মিলে সভাপতি নির্বাচন করার জন্য গত বৃস্পতিবার সভাপতি নির্বাচন করার দিন ধার্য করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো, আফাজ উদ্দিন আওয়ামীলীগ থেকে প্রার্থী হন। অপরদিকে উপজেলা বিএনপির উপদেষ্টা বর্তমান চেয়ারম্যানের পিতা মো. ফজলুর রহমান বিএনপি থেকে প্রার্থী হন। এতে সভাপতি পদে মো. আফাজ উদ্দিন পান ৫ ভোট ও মো. ফজলুর রহমান পান ৩ ভোট। বিএনপির প্রার্থী চেয়ারম্যানের বাবা ৩ ভোট পেয়ে পরাজিত হলে বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউর রহমান তার দলবল নিয়ে সিনিয়র বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন ভোট না দেওয়ার অপরাধে তাকে লাঞ্চিত করেন।
জান্না উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউর রহমান তার দলবল নিযে বৃহস্পতিবার বিকালে নির্বাচনের পর আমাকে লাঞ্ছিত করে। লাঞ্চিত করার পর বলে আমার বাবাকে ভোট দেসনি। কিভাবে তুই এ স্কুলে চাকরি করস তা দেখে নিব বলে হুমকি দেয়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউর রহমান , তার পিতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, জান্না গ্রামের আলাউদ্দিন, শামীম হোসেন ও আফজাল হোসেনকে আসামী করে থানায় মামলা করেছি।
এ বিষয়ে ফুকুরহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, আমি অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষকদের ভোটে সভাপতি নির্বাচিত হই। পরাজিত প্রার্থীর ছেলে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউর রহমান তার দলবল নিয়ে শিক্ষক কে লাঞ্চিত করতে পারে না।
ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, আমি বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে একটি মহল যড়যন্ত্র করছে। আমি ষড় যন্ত্রের স্বীকার। আমার পিতা এই জন্না উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ৩ বারের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আমি এবার নির্বাচিত হয়েছি। এই মহল নির্র্বাচনের সময়ও মিথ্যা মামলা দিয়েছিল। সেই চক্রটি আমার বৃদ্ধ পিতা ও আমিসহ ৫ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বরেন, চেয়ারম্যানসহ ৫ জনকে আমামী করে মামলা করেছে জান্না উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুন ২০২২।