সাটুরিয়া প্রতিনধি, ১৯ জুলাই:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে বিআরডিবির নিজ কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, সাটুরিয়া পল্লী উন্নয়ন অফিসার এ কে এম গিয়াসুর রহমানসহ আরও অনেকে।
সাটুরিয়া পল্লী উন্নয়ন অফিসার এ কে এম গিয়াসুর রহমান জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-১) সুপ্রিয় কুমার কুন্ডু’র প্রচেষ্টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের বাচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড – ১৯ এর ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের তিন শত কোটি টাকার প্রণোদনা ঋণ চালু করেছেন সরকার। তারই অংশ হিসাবে মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রণোদনা ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মধ্যে বাছাইকৃত ২ জন কৃষককে ২ লক্ষ টাকা করে প্রণোদনা চেক বিতরণ কর হল।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ জুলাই ২০২১।