সাটুরিয়া প্রতিনিধি, ২৭ আগষ্ট:
সাটুরিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসুচির আওতায় বীজ তলায় উৎপাদিত বিআর ২৩ ধানের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে সাটুরিয়া উপজেলার পূর্ব দিঘুলিয়া গ্রামে এ ধানের চারা বিতরণ উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহজান আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, দিঘুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২০-২১ এর আওতায় খরিপ-২ মৌসুমের বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষকের জমিতে কমিউনিটি বীজতলায় উৎপাদিত বিআর-২৩ ধানের চারা দেড় শতাধিক কৃষকের মাঝে বিতরণ কাযক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।