সাটুরিয়া প্রতিনিধি, ২৯ অক্টোবর:
বাংলাদেশ জাসদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র্যালির মাধ্যমে পালিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সাটুরিয়া মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর চত্বরে শনিবার সকাল ১১ টার দিকে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে সাটুরিয়া উপজেলা বাজারের প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালি প্রদক্ষিণ করে।
মানিকগঞ্জের বাংলাদেশ জাসদ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউলের ইসলাম টিপুর সভাপতিত্তে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী সাজু।
মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা নজরুল ইসলাম , মো. শাহজাহান, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুর রহিম, সাইদুর রহমান শুভসহ আরও অনেকেই।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দাবি করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টোবর ২০২২।