সাটুরিয়া প্রতিনিধি, ২৪ ফেব্রুয়ারি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন: ২০২১ দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ ম্যারাথন প্রতিযোগীতা শুরু হয়।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
এসময় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি, ধানকোড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ম্যারাথনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।
ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় শুরু হয়ে সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ফেব্রুয়ারি ২০২১।