সাটুরিয়া প্রতিনিধি, ২৭ জুলাই:
জেলার সাটুরিয়া ইউনিয়নে দুস্থ্য পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু।
এসময় সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কমর্কতা দেওয়ান তুফায়েল আহম্মেদ, ইউপি সচিব তামিম রেজাসহ সকল ইউনিয়ন সদস্য, সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডেও ৬ শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ জুলাই ২০২০।