সাটুরিয়া প্রতিনিধি, ২৪ জুলাই:
প্রধানমন্ত্রীর পক্ষে সাটুরিয়ায় উপজেলার তিল্লি, বরাইদ ও দিঘুলিয়া ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পযন্ত ১ হাজার ৯০ জন পরিবারের মাঝে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৩০ কেজি করে চাল বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরফুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেস্টা ওয়াদুদ বাবু, ফকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবু, সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়া মাহমুদ রঞ্জসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ জুলাই ২০২০।