সাটুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সাটুরিয়া প্রতিনিধি, ৮ আগস্ট:

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে রবিউল ইসলাম (৭) এবং মো. জামাল হোসেন (৬৫)।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাটুরিয়া থানার এসআই সামছুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়ার হরগজ পূর্বনগর মসজিদের সামনের সড়কে শিশু রবিউল ইসলাম রাস্তা পার হবার সময় অটো ভ্যানের চাপায় ঘটনা স্থলেই মারা যায়। সে ধূল্যা গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

সাটুরিয়ার থানার এসআই সফিক বলেন, অপর দিকে উপজেলার সাটুরিয়া- বালিয়াটী সড়কের সাটুরিয়া সওদাগর পাড়ার হাতি গেটের সামনে শনিবার দুপর সাড়ে ১২ টার দিকে মটরসাইকেল- বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাইসেকল আরোহী মো. জামাল হোসেন (৬৫) মারাত্বক আহত হলে তাকে সাভার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করে চিকিৎসকরা। জামাল সাটুরিয়া ইউনিয়নের প্রদানপুর গ্রামের মৃত সোবহান আলীর পুত্র।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বলেন, শিশুর রবিউলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  আর জামাল হোসেন এর মরদেহ সাভার থেকে এখনও সাটুরিয়া থানায় আনা হয়নি। তবে মটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ আগস্ট ২০২০।

আরো পড়ুুন