সাটুরিয়া প্রতিনিধি, ৪ ডিসেম্বর:
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান সম্পর্কিত সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার সাটুরিয়া বাস ষ্টান্ড এলাকায় প্রথমে মাস্ক বিহীন লোকদের মাক্স পড়িয়ে দেন।
পরে বাজারের ব্যবসায়ী নেতা, স্থানীয় সাংবাদিক, পথচারীদের নিয়ে একটি র্যালির আয়োজন করে। র্যালিটি বাস ষ্টান্ড্যের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় করোনা ভাইরাসের ২য় ঢেউ নিয়ে সচেতন মূলক মাইকিংও করা হয়।
র্যালি শেষে মাস্ক বিহীন পথচারী, দোকানী ক্রেতা- বিক্রেতাদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন। এসময় মাস্ক ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরুধ করেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা।
এসময় সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমান, ব্যাবসায়ী নেতা, যানবাহন শ্রমিক, সাটুরিয়া থানার ফোর্সগণ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, সারা বিশ্বেই এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বইছে। আমাদের দেশও এর বাইরে নয়। মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় শুক্রবার সকালে সাটুরিয়া বাস ষ্টান্ড এলাকায় র্যালি ও মাস্ক বিতরণ করলাম। প্রথমে আমরা বিনা মূল্যে বিতরণের সাথে মাইকিং করে জনগণকে সচেতন করলাম। আমাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন না আসা পযন্ত মাস্কের বিকল্প নেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ ডিসেম্বর ২০২০।