সাটুরিয়ায় পিকাপ চাপায় কলেজ ছাত্রী নিহত

সাটুরিয়া প্রতিনিধি, ১০ এপ্রিল:

মানিকগঞ্জের সাটুরিয়ায় পিকাপ চাপায় স্বপ্না আক্তার (১৮) কলেজ ছাত্রী নিহত হয়েছে। রবিবার দুপুরের দিকে সাটুরিয়া উপজেলার তিল্লি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

বিষয়টি তিল্লি ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ধলা নিশ্চিত করেছেন।

স্বপ্না মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং তিল্লি ইউনিয়নের দক্ষিন আয়না পুর গ্রামের আব্দুল হালিম মিয়ার কন্যা।

তিল্লি ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ধলা বলেন, রবিবার স্বপ্না নিজ বাড়ি থেকে মানিকগঞ্জ সরকারী মহিলা কলেজে যাবার সময় তিল্লী ব্রীজের ঢালে নামলে পিছন থেকে একটি পিকাপ চাপা দিলে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেবার পথে মারা যায়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, কলেজ ছাত্রী পিকাপ চাপায় নিহতের বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এ বিষয়ে রবিবার বিকাল ৪ টা পর্যন্ত লিখিতভাবে জানায় নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ এপ্রিল ২০২২।

আরো পড়ুুন