মো. ইউসুফ আলী, ২৯ নভেম্বর:
মানিকগঞ্জে নতুন ধান কাটা ও মাড়াইকরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাইপাড়া গ্রামে রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।
এসময় ফুকুরহাটী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বায়ার ক্রপ কোং এর আঞ্চলিক ব্যবস্থাপক সোয়াইব মাহমুদ, স্থানীয় সাংবাদিক মো. ইউনুছ আলী, বায়ার ক্রপ এর সহকারী ব্যবস্থাপক আব্দুর রশিদ।
অনুষ্ঠানে কৃষক-কৃষাণীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, ধান উৎপাদনে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ৩য় স্থান অর্জন করায় কৃষি অফিস ও কৃষকের নানা ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার সাইপাড়া গ্রামের কৃষক মো. সোনালী মিয়ার অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের আমন ধান খেতকে মডেল ফার্ম হিসেবে বিবেচনা করে ধান কাটা ও মাড়াইকরণ উদ্বোধন করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ নভেম্বর ২০২০।