সাটুরিয়ায় ধর্মীয় শিক্ষকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৬ মে.

জেলার সাটুরিয়া উপজেলায় ধর্মিয় শিক্ষকদের নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতার লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

সাটুরিয়া উপজেলা নির্বহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, ইসলামিক ফাউন্ডেশনে সাবেক উপ পরিচালক অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ বাবু, নান্দেশ্বরী ইসলামাবাদ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (মাসুদ) ইফামার ফিল্ড অফিসার মোহাম্মদ মুরছাল, মাষ্টার ট্রেইনার মাওলানা আশরাফুল আলমসহ আরও অনেকেই।

এসময় সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, শিউলি আক্তার, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীনূর বকস (রতন), ইফামার সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. দেলোয়ার হোসেন, ধামরাই উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. রেজাউল করিম, সাটুরিয়া উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের সাটুরিয়া উপজেলার মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের ১২০ জন শিক্ষক সভায় অংশ গ্রহণ করে।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরুস্কার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ মে ২০২২।

আরো পড়ুুন