সাটুরিয়া প্রতিনিধি, ৪ অক্টোবর:
দূর্গা পূজার নবমীতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো হিন্দু ধর্মালম্বী দুস্থ্য মহিলাদের মাঝে কাপর বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকের বালিয়াটির ২টি মন্ধিরে এ কাপর বিতরণ করেন।
এছাড়া কয়েকটি পূজামন্ডপে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এছাড়া তিনি ওই দুটি পূজামন্ডপের মন্দির করার জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন।
এসময় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর, সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. মহব্বত হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরও অনেকেই।
পরে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ৫ শতাধিক কাপর বিতরণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ অক্টোবর ২০২২।