সাটুরিয়ায় তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ৫ জানুয়ারী.

আলতাফ হোসেনকে আহবায়ক, মাসুদুর রহমান, আলমাস উদ্দিন, আব্দুল কাদেরকে যুগ্ম সম্পাদক এবং সামছুল আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট করে সাটুরিয়া উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সাটুরিয়া ডাকবাংলায় উপজেলা তাতী লীগের এক বিশেষ সভায় এ কমিটি অনুমোদন করেন মানিকগঞ্জ তাঁতী লীগের আহবায়ক কাইয়ুম উল ইসলাম টুটুল এবং যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান  মো. আনোয়ার হোসেন জ্যোতি, দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, বরাইদ ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সাটুরিয়া যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম মওলাসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জানুয়ারী ২০২১।

আরো পড়ুুন