সাটুরিয়ায় টিসিবি‘র পণ্য বিক্রি উদ্বোধন

সাটুরিয়া প্রতিনিধি, ২০ মার্চ:

দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন ও রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি‘র পণ্য বিতরণ শুরু করা হয়েছে। রবিবার দুপুরে মানিকঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুল্কা সরকার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে বক্ত্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, বালিয়াটি ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, ইউপি সচিব মো. হানিফ আলীসহ আরও অনেকেই।

উদ্বোধনের সময় এ মাঠে ২১৭ জন পরিবার ও পরে দুটি স্থানে মোট ৫৫জন মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হয়।

সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নের নি¤œ আয়ের ৭ হাজার ৯১ জন মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি‘র পণ্য বিতরণ করা হবে। ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তৈল, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং ৫৫ টাকা দরে ২ কেজি চিনি বিতরণ করা হয়। পণ্য বিতরণে অনিয়ম প্রতিরোধে মনিটরিং সেল কাজ করবে, প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজষ্ট্রেট নিয়োজিত রয়েছেন বলে জানান অতিথিরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০২২।

আরো পড়ুুন