সাটুরিয়া প্রতিনিধি, ১৫ আগষ্ট:
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সাটুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে চত্বরে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ পুস্পস্তবক অর্পণ করার পর সর্ব স্তরের জনগণ জাতির পিতাকে শ্রদ্ধা করেন।
পরে উপজেলা হলরুমে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা কমিশনার (ভূমি) খাইরুন নাহার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন এর সাটুরিয়া উপজেলা ফিল্প সুপার ভাইজার মো. দেলেয়ার হোসেন।
এসময় সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরুস্কার ও সমাজ সেবা ও যুব উন্নয়নের চেক বিতরণ করেন অতিথিগন।
তাছাড়া ৯টি ইউনিয়নেই আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন পৃথকভাবে দিবসটি উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার সাথে স্বরণ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২২।