সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার সকাল ১০ টার দিকে একটি র্যালি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. লুৎফার রহমান, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল হক খান টিটু সহ আরও অনেকে।
জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ ছাড়াও, সংবাদকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ মার্চ ২০২২।