সাটুরিয়ায় জলাতঙ্ক বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৯ মে:

জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদান (৩য় রাউন্ড) কার্যক্রমের অবহিতকরণ সভা জেলার সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ মামুনুর উর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।

এসময় অনন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবু, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।
এসময় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামী ২৩ মে থেকে ২৭ শে মে পর্যন্ত ৯ টি ইউনিয়নে এক যুগে কুকুরের টিকাদান কার্যক্রম চলবে বলে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ মে ২০২১।

আরো পড়ুুন