সাটুরিয়ায় জব্দকৃত ভেকুর মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১১ মে:

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে ফষলী জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগে জব্দকৃত ভেকুর মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বুধবার সন্ধা ৬ টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বনমালিুপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান ও টাকা আদায় করেন।

এর আগে একই স্থানে গত ১ লা মে দুপুরে অভিযান পরিচালনা করেন। তখন ড্রেজার মালিক বালিয়াটি ইউপি সদস্য মো. বুলবুল ইসলামকে মাটি খননের স্থানে না পাওয়ায় ভেকু জব্দ করেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিত্বে বনমালিপুর গ্রামে ফষলি জমিতে ইউপি সদস্য মো. বুলবুল ইসলাম অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন। এতে অন্যান্য জমি, রাস্তা ঘাট ও ব্রীজ হুমকির মুখে পড়েছে। ভেকুর মালিককে না পাওয়ায় সেটা জব্দ করি।  পরে ঘটনার ১০ দিন পর বুধবার তাকে অর্থদন্ড দিয়ে ভেকু দিয়ে আর অবৈধভাবে আর মাটি কাটবে না এই শর্তে জরিমানা করে ভেকু দিয়ে দেওয়া হয়েছে।

অভিযনে সাটুরিয়া থানার পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ মে ২০২২।

আরো পড়ুুন