সাটুরিয়ায় গৃহহীনরা বাড়ি পাবে ৫৯ টি পরিবার

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ জুলাই:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক  উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সাটুরিয়া ঘর পাবে ৫৯ টি পরিবার। সোমবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  শারমিন আরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন।

সাটুরিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা  শারমিন আরা সাটরিয়ায় কর্মরত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ৪র্থ ধাপে ৭ টি ঘর আগামী ২১ শে জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মালিকানা হস্তান্তর করবেন। সেই সাথে সাটুরিয়াকে ভূমিহীন ঘোষনা করবেন।

এর আগে প্রথম ধাপে ৩০টি, দ্বিতীয় ধাপে ২০টি,  তৃতীয় ধাপে ২ টি, চতুর্থধাপে ৭ টি সহ ৫৯টি ঘর প্রধান করা সম্পন্ন হবে। এগুলির মধ্যে বরাইদ ইউনিয়নে ১৭টি,  দরগ্রাম ইউনিয়নে ১৯টি, সাটুরিয়ায়  ১২ টি, ফুকুরহাটিতে ৬টি, ধানকোড়ায় ২টি এবং বালিয়াটি ইউনিয়নে ০৩ ঘর নির্মাণ হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  শারমিন আরা আরো বলেন, সাটুরিয়ায় ঘর ও ভূমি নাই এমন আমাদের কাছে ৫৯ টি পরিবারের তালিকা ছিল। তারা প্রত্যেকেই ঘর পাওয়াতে ২১ জুলাই সাটুরিয়া অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। নদী ভাঙ্গনসহ বিভিন্ন কারনে যে কোন পরিবাবার ভূমিহীন হয়ে যেতে পারে। তখন আমারা তাদের তালিকা করে পাঠালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্ধ আসলে তাদের ঘর করে দেওয়া হবে। আর জমি আছে ঘর নাই এমন খ তালিকায় আছে ১ হাজার ৯টি পরিবার । এর পর তাদের পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। এ প্রকল্পটি চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার (ভূমি) খাইরুন নাহার, উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাটুরিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জুলাই ২০২২।

আরো পড়ুুন