সাটুরিয়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাটুরিয়া প্রতিনিধি, ৯ মে:

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার গোপালপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা জাহাঙ্গাীর আলম (৪২) বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত: আজিম উদ্দিনের পুত্র।

ধর্ষণের শিকার গৃহবধু মানিকগঞ্জের পালড়া গ্রামের। কিন্তু সে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের রৌহা গ্রামে বাবার বাড়িতে বসবাস করে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশারাফুল আলম ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষিতা গৃহবধূ জানায়, শনিবার (৮ মে) দিবাগত রাত তিনটার দিকে সেহেরী খাবার জন্য ঘুম থেকে ওঠেন। এসময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হন। টয়লেটের পাশে ওৎ পেতে থাকা আ,লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম ওরফে আলম ডাক্তার তাকে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আলম ডাক্তার পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ সাটুরিয়া থানায় রোববার (৯ মে) সকালে একটি ধর্ষণের অভিযোগ আনেন ওই নেতার বিরুদ্ধে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেলে ধর্ষককে গোপালপুর বাজার থেকে সকালে গ্রেফতার করে।

ধর্ষিতা আরো জানায়, দীর্ঘদিন ধরে আ,লীগ নেতা আলম ডাক্তার আমাকে উত্ত্যাক্ত করত। বাজারে গেলে সে জোড় পূর্বক প্রসাধণী সামগ্রী দেওয়ার চেস্টা করত। আর বাজারে আসা যাওয়ার পথে সে আমাকে কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় সে সেহেরি খাওয়ার সময় এ ঘটনা ঘটায়। এমনকি ওই নেতার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারি না। সে আমাকে ঘরবন্দি করে রেখেছিল। এ ঘটনার পর সে আমাকে ধর্ষণের ঘটনা কাউকে বললে প্রাণ নাশের হুমকি দেয়। পরে থানায় অভিযোগ করি।

সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমান জানান, ধর্ষিতা গৃহবধূর অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়। ধর্ষিতা গৃহবধূকে মেডিকেল টেষ্ট করার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ মে ২০২১।

 

আরো পড়ুুন