সাটুরিয়ায় কলেজ শিক্ষক হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ অক্টোবর:

মানিকগঞ্জের সাটুরিয়ায় কলেজ শিক্ষক হত্যাকারীদের আইনি পক্রিয়ার মাধ্যমে দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে সাটুরিয়া বাসস্ট্র্যান্ডে এ মানববন্ধন করেন। এতে এলকার সব শ্রেণীর মানুষ অংশ নেয়।

জানা গেছে, মালসী গ্রামে চলতি বছরের ৩ সেপ্টেম্বর কলেজ শিক্ষক শাহিনুর ইসলাম রাতে নিজ বাড়ি মালশি গ্রামে ফেরার পথে তার ঘরের সামনে মুক্তা আক্তার ও সাদ্দামকে অপত্তিকর অবস্থায় দেখতে পায়। ওই শিক্ষক প্রতিবাদ করলে বখাটে সাদ্দামের নের্তৃত্বে কয়েকজন মিলে শিক্ষক শাহীনুর ইসলাম শাহীনকে কুপিয়ে জখম করে। এঘটনায় কলেজ শিক্ষককে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল ভর্তি করে। একমাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে গেল ১৪ অক্টোবর বিকেলে সে মারা যায়। সে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের শিক্ষক ছিলেন।

এদিকে কলেজ শিক্ষকের ভাই আব্দুল মান্নান ঘটনার দিন রাতেই বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় সাদ্দামসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের আদালতে পাঠালে দুই জন আসামী জামিনে আছেন। অন্যন্য আসামীরা হলেন,মনজু,মুক্তা,জুলহাস,বাদশা ও রাসেল। এরা সবাই মালসী গ্রামের।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, নিহত শিক্ষকের ভাই আব্দুল মান্নানসহ আরও অনেকে। তারা পুলিশ প্রশাসনের কাছ দাবী করেন, দ্রুত বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আসামীদের গ্রেফতার না করা হলে মানববন্ধনের চেয়েও কঠিন আন্দোলন করা হবে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, মূল আসামী সাদ্দামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দুজন জামিনে আাছে। বাকী আসামীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ। অচিরেই বাকী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ অক্টোবর ২০২১।

আরো পড়ুুন