সাটুরিয়া প্রতিনিধি, ৩১ অক্টোবর.
সাটুরিয়া থানার কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া থানা চত্তরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞা।
মতবিনিময় সভায় সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাতি মো. লিয়াকত হোসেন লাবু, সাধারণ সম্পাদক মো. আলীনুর বক্স রতন, বালিয়াটী ইউনিয়ন শাখার সভাপতি সমরেন্দু সাহা লাহোর সহ আরও অনেকে।
সভায় উপজেলার ৯ টি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে।
মতবিনিময় সভায় বাল্যবিয়ে, মাদক নির্মুল, জঙ্গি ও সন্ত্রাস দমনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৩১ অক্টোবর ২০২০।