সাটুরিয়া প্রতিনিধি, ২২ মার্চ:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ পরিচালক ওয়াদুদ বাবু, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইফামার সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. দেলেয়ার হোসেন, মডেল কেয়ারটেকার মো. হাবিবুল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওলানা রফিকুল ইসলামসহ আরও অনেকেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ মার্চ ২০২২।