সাটুরিয়ায় আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ ডিসেম্বর:

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন বলেন, দলীয় পদ থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সবাইকে দল থেকে বহিস্কার করা হয়েছে। আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সব ধরণের পদ থেকে তাদের বহিস্কার করা হয়েছে।

সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নের কহিস্কৃতরা হলেন, বালিয়াটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, আওয়ামীলীগের সদস্য মীর আনিছুজ্জামান চৌধুরী।

তিল্লি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম খোকন ও আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ।

ফুকুরহাটি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো. লিয়াকত আলী খান লাবু।  সাটুরিয়া ইউনিয়নে সাটুরিয়া উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর।

দিঘুলিয়া ইউনিয়নে ইউনিয়ন সহসভাপতি মো. মতিউর হোসেন ও যুগ্ন সম্পাদক এটিএম আব্দুল জলিল। বরাইদ ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাই ও উপদেষ্টা মো. মোশারফ হোসেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক সাটুরিয়া উপজেলাধীন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক ওই ১০ জন বিদ্রোহী প্রাথীকে বহিস্কার করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ ডিসেম্বর ২০২১।

আরো পড়ুুন