সাটুরিয়া প্রতিনিধি, ১২ মে:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোর ব্যাক্তিগত উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ্য নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।
বুধবার সকাল ১০ টার দিকে সাটুরিয়া উপজেলার রাইল্যার নিজ বাড়ীতে উপজেলার ৯টি ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক দুস্থ্য নারীদের মাঝে শাড়ি কাপর বিতরণ করেন।
এ সময় ফুকুরহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন লাবু, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, আমার উপজেলার প্রতিটি ইউনিয়নেই মাটি কাটার মহিলাদের দল রয়েছে। যারা সবসময় অবহেলায় থাকে। তাই এ বছর এই দলের সব নারীকে একটি করে শাড়ি কাপর তুলে দিলাম। এছাড়া আমার প্রিয় ফুকুরহাটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রায় সাড়ে ৩ শতাধিক নারীদের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে কাপর বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ মে ২০২১।