সাটুরিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু ও ড্রেজার জব্দ

সাটুরিয়া প্রতিনিধি, ১ মে:

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে ফষলী জমি থেকে মাটি উত্তোলন করায় পৃথক অভিযান পরিচালনা করে একটি ভেকু ও দুটি ড্রেজার জব্দ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার।

রবিবার সকাল ১১ টার থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বালিয়াটি ইউনিয়নের বাহ্রা ও চরভাটারা গ্রামে এ অভিযান পরিচালা করেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিত্বে বনমালি পুর গ্রামে ফষলি জমিতে ইউপি সদস্য মো. বুলবুল ইসলাম অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন। এতে অন্যান্য জমি, রাস্তা ঘাট ও ব্রীজ হুমকির মুখে পড়েছে। ভেকুর মালিককে না পাওয়ায় সেটা জব্দ করা হয়েছে।  পরে বাহ্রা গ্রামে সাজাহান নামে আরেক ব্যক্তিকে সর্তক করেছি।

এর পর চর ভাটারা গ্রামে নিজ পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে মাটি বিক্রি করছেন। এতে অন্য জমি ও ভিটা বাড়ি হুমকিতে রয়েছে। ড্রেজার মালিক আরশেদ আলী কে না পেয়ে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা পরিষদ চত্তরে নিয়ে আসা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঈদের পর আইনি পক্রিয়া শেষে ভেকু ও ড্রেজার দুটি নিলামে বিক্রি করা হবে।

এ সময় বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়া থানার ফোর্স অভিযানে সহযোগীতা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ মে ২০২২।

আরো পড়ুুন