সাটুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাটুরিয়া প্রতিনিধি, ৬ মার্চ ২০২১:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া গ্রামের একটি লেবু বাগান থেকে শনিবার সকালে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্বার করেছে পুলিশ।

সাটুরিয়া থানা আফিসার ইনর্চাজ (ওসি) মো আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সাটুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিনের হান্দুলিয়া গ্রামের একটি লেবু খেত থেকে অজ্ঞাত আনুমানিক (৫৫) পুরুষ ব্যাক্তির মরদেহ দেখে স্থানীয়রা দেখে খবর দেয়। পরে আমি ফোর্স নিয়ে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, গতকাল শুক্রবার রাতের কোন এক সময় কে বা কারা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লেবু খেতে ফেলে গেছে। তার মাথায় একাধিক কুপের চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

ইতোমধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মানিকগঞ্জ সদর সার্কেল ভাস্কার সাহা, পিবিআই পুলিশ পরির্দশক মো. আবু বক্কর সিদ্দীকি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ মার্চ ২০২১।

আরো পড়ুুন