সাটুরিয়া প্রতিনিধি, ১ ডিসেম্বর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাটুরিয়া-মানিকগঞ্জ ৩ আসনে ৯ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার।
এ আসন থেকে বতর্মান সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পঞ্চম বারের মত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেছেন।
অপরদিকে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য এর মফিজুল ইসলাম খান কামাল, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল, তৃণমুল বিএনপি এর মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাকের পার্টি’র দীন মোহাম্মদ খান, জাসদ এর সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, বিএনএম এর এ খালেক দেওয়ান, কৃষক শ্রমিক জনতা লীগ এর এম হাবিবুল্লাহ ও বাংলাদেশ কংগ্রেস এর সাবিনা ইয়াসমিন।
সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ ৩ নির্বাচনী আসন গঠিত। এ আসনে টানা ৩ বারের সংসদ সদস্য জাহিদ মালেক। এর আগে বিএনপির ২০০১- ২০০৬ আমলে সংসদ সদস্য ছিলেন হারুন অর রশিদ খান মন্নু।
বিএনপি নির্বাচনে না আসায় আর প্রধানমন্তী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে আসতে বাধা নেওয়ার ঘোষনা এ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয় জমা দিয়েছেন।
নাম প্রকাশ্যে একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের দাবী, ৯ জন প্রার্থী থাকলেও ভোটারগণ চিনেন মাত্র দুই প্রার্থীকে। আর ভোটের মাঠে খেলা হবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও অপরদিকে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য এর মফিজুল ইসলাম খান কামালের সাথেই।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ ১০০% অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মনোনয়পত্র জমা দেবার পর সাংবাদিকদের বলেন, মানুষ নৌকা মার্কাায় ভোট দেবার জন্য উদগ্রীব হয়ে আছে। এবারও উন্নয়নের অব্যাহত দ্বারা অব্যাহত রাখতে ভোটারদের আস্থা নৌকা মার্কায়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ ডিসেম্বর ২০২৩।