সাটুরিয়া কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, সাধারণ সম্পাদক দেলোয়ার

সাটুরিয়া প্রতিনিধি, ৯ এপ্রিল:

বরকত মল্লিক কে সভাপতি ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দলের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধায় কৃষক দলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে সাকির আহম্মেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাদেক হোসেন এবং মো. আতোয়ার রহমান কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উল্লেখ্য বরকত মল্লিক সাটুরিয়া উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ছাড়াও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এর আগে ধানকোড়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ন সম্পাদক ছিলেন।

নতুন সভাপতি বরকত মল্লিক বলেন, আমরা সাটুরিয়া উপজেলার কৃষকদের উন্নয়ন এবং তাদের অধিকার আদায়ে সবসময় পাশে থাকবো। কৃষকদের আর্থিক সুবিধা এবং কৃষি উন্নয়ন নিয়ে আমরা কাজ করব।

এদিকে সাটুরিয়া কৃষক দলের নতুন কমিটির গঠনকে স্বাগত জানিয়েছেন সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংঘ সংগঠনের নেতা কর্মীরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ এপ্রিল ২০২৫।

আরো পড়ুুন