সাটুরিয়া উপজেলা নির্বাচনে প্রায় ৯ শতাধিক আনসার ভিডিপি সদস্য কাজ করবেন

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ মে:

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচননে আইন শৃংখলা রক্ষার্থে ৬০ টি কেন্দ্রের জন্য ৮৬২ জন আনসার ভিডিপি সদস্য নির্বাচিত করা হয়েছে।

সোমাবর দুপুর ১২ টার দিকে সাটুরিয়ার উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রকাশ্যে নির্বাচন কাযক্রম শুরু করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন, বিএএম, বিএএমএস ।

সাটুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মেহেনাজ জান্নাতের উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম, সিএ ঈদুল তালুকদারসহ এ আনসার ও ভিডিপি সদস্য নির্বাচন কমিটির অন্যান্য সদস্যগণ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন, বিএএম, বিএএমএস বলেন, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ, র্যা বসহ অন্যান্য বাহিনীর সাথে আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সততা ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। এ উপলক্ষে আসন্ন সাটুরিয়া উপজেলার জন্য ৬০ টি কেন্দ্রের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত সদস্যদের আহবান করা হয়। সোমাবর দুপুর থেকে বিকাল পযন্ত আগত প্রত্যশি সদস্যদের হতে বাছাই করা হয়।

সাটুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মেহেনাজ জান্নাত বলেন, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রশিক্ষিত আসনার ভিডিপি সদস্যদের আজ ঢাকা হয়। তাদের নিকট থেকে যাচাই বাছাই কমিটি মোট ৮৬২ জন সদস্য, সদস্যাগণকে নির্বাচিত করা হয়। প্রতিটি কেন্দ্রে ১ জন পিসি, ২ জন সহকারী পিসি এবং ৪ জন মহিলা আসসার ভিডিপি সদস্য কাজ করবেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ মে ২০২৪।

আরো পড়ুুন