সাটুরিয়া প্রতিনিধি, ২ মে:
৬ষ্ঠ উপজেলা ও ৩য় দাপে নির্বাচনে সাটুরিয়া চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন অনলাইনে জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিসার ( মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) মোহাম্মদ আলী।
সাটুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত দাখিল করেছেন মোট ৯ জন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বতর্মান উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, জাসদের কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান আলী, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম হোসেন, সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, ফয়েজ আহম্মেদ, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন, যুবদল নেতা সোহেল রানা, মো. আঃ মাজেদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামরুল হাসান খোকন এবং অধ্যক্ষ মো. ইসহাক।
মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তারা হচ্ছেন, সাটুরিয়া উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ও বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুস সোবহানের কন্যা মুন্নি আক্তার, আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, আওয়ামী লীগ নেত্রী সুলতানা বেগম, সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার।
উল্লেখ্য, ২ মে ছিল সাটুরিয়া উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিবার শেষ দিন, আগামী ৫ মে মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৬- ৮ মে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ৯ – ১১ মে আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্ধ হবে ১৩ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে ২০২৪।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ মে ২০২৪।