সাটুরিয়া প্রতিনিধি, ১৮ ডিসেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজাহান আলী সাজুকে অপসারন আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার (১৮ডিসেম্বর) সকালে হাইকোর্টের ডিভিশনের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচাপতি রাশেদুজ জামান রাজার তাদের দ্বৈত বেঞ্চে এ রায় দেন।
জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করলে উক্ত মামলা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট রুল জারি করেন এবং উক্ত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।
সুপ্রিমকোর্ট এর আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম মুকুল এ রিট দায়ের করেন যার শুনানি হয় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে। যার আইটেম নাম্বার ১৪।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মো. সাজাহান আলী সাজু। তিনি তার আইনজীবির বরাত দিয়ে বলেন, গত ১৮ আগস্ট দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।
অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়। এতে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৫ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যানের পক্ষে জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করেন সুপ্রিমকোর্ট এর আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম মুকুল বলেন, বুধবার সকালে শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট রুল জারি করেন এবং সাটুরিয়া উপজেলা চেয়ারম্যানকে অপসারনের উক্ত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।
তিনি আরো বলেন, এ রায়ের পূনাঙ্গ কপি দ্রুত সাটুরিয়া উপজেলায় এবং স্থানীয় মন্ত্রণালয় পাঠালে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে পূনরায় স্বপদে ফেরার প্রঙ্গাপন জারি করলে, উপজেলা চেয়ারম্যান মো. সাজাহান আলী সাজু কাজ শুরু করতে পারবেন।
এ দিয়ে এ রায়ের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় বিষয়টি ভাইরাল হয়ে যায়। কারন উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করার পর, হাইকোর্ট থেকে রুল জারি এটিই মানিকগঞ্জে প্রথম। তাছাড়া সাজুর সর্মথকরা ফেসবুকে পোষ্ট করলে তা ব্যাপক কমেন্ট ও শেয়ার করছে। নেটিজেনরা এতে ভাল মন্তব্য করছেন।
এ ব্যাপারে শাজাহান আলী সাজু, আল্লাহর ইচ্ছায় সর্বস্তরের মানুষের ভোটে উপজেলা চেয়ারম্যান নিযুক্ত হই। আল্লাহর ইচ্ছায় অপসরাণ হই। এখন তিনি চাইলে পূনরায় মানুষের সেবা সরাসরি করতে পারব বলে প্রত্যাশা করছি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ ডিসেম্বর ২০২৪