হাসান ফয়জী, ১৭ মে:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচন কে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাটুরিয়ার ১৭ প্রার্থীরা। উপজেলা চেয়ারম্যা, পুরুষ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা তারা সরাসরি ভোট প্রার্থনা ছাড়াও ফেসবুকেও নির্বাচনী পোষ্টার, নির্বাচনী গণ সংযোগের ছবি ফেসবুক এ পোষ্ট করে অনলাইনেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে সারা পাচ্ছেন বেশ। এমন তথ্যই জানালেন একাধিক প্রাথীরা।
সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, সাটুরিয়া উপজেলা টি ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৭৬ হাজার ২ শত ২৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৭৬ হাজার ৭২ ভোট। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৩ শত ৪৭ ভোট।
বিএনপির উপজেলা চেয়ারম্যন প্রার্থী নেই এ নির্বাচনে। এখন লড়াই চলছে ৬ প্রাথীর মধ্যে। এদের মধ্যে ৪ জন আওয়ামী লীগের একজন জাসদ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা আরেকজন পিরজাদা।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা ও ৩য় ধাপে নির্বাচনে সাটুরিয়া চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন ঘোড়া প্রতিক নিয়ে মাঠে আছেন। তিনি ১৪ মে তার নিজের ফেসবুক একাউন্টে নিজে ভোট চেয়ে পোষ্ট করেন। এতে শত শত লাইক ও কমেন্ট পড়ে। একজন তোফায়েল আহমেদ নামে এক শুভাকাঙ্খী লিখেছেন, দোয়া ও শোভ কামনা রহিল। রুহুল আমিন কাকা ভাল লোক, জয়ের মালা তারি হোক।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চৌধুরী বলেন, দিন পরিববর্তন হয়েছে। আগে দেখতাম, মুখে টিনের হরন দিয়ে নির্বাচনী প্রচারণা চালাত। এর পর মাইকিং আসল। এর পর রেকডিং সিষ্টেম আসল। কন্ঠ শিল্পিদের দিয়ে গান ও নির্বাচনী প্রচারণা মূলক বক্তব্য রেকর্ড করে প্রচার করা হত। এখন শতভাগ মানুষ ষ্মার্ট মোবাইল ব্যবহার করে। ফলে ফেসুক ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রার্থনা করে আসছেন। এতে যুবক ও যুবতী ও তরুণ ভোটারদের মনযোগ সহজেই আকৃষ্ট করতে পারছেন বিভিন্ন পদের প্রাথীরা।
বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী এবার উপজেলা চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি অফলাইন ও অনলাইনে সমান তালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিদিন নির্বাচনী গণ সংযোগ এর ছবি ফেসুবুকে আপলোড দিচ্ছেন। গত বুধবার ১৭ টি ছবি পোষ্ট করেছেন। এখানে অনেকেই কমেন্ট করেছেন, মো. সোহেল রানা নামে একজন লিখেছেন, জয় হবে ইনশাআল্লাহ। আরেক জন লিখেছেন, বিজয়ের অপেক্ষায় আছি বস।
বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী বলেন, আমি একজন তরুণ প্রাথী হিসেবে, অফলাইনে সকলের নিকট যাওয়া যায়। আর অনলাইনে ভোট প্রার্থনা করলে, মানুষের বেড রুমে ঢোকা যাচ্ছে। এতে কারও কোন কাজে ব্যাঘাত হচ্ছে না। প্রবাশীরা দেশে না থেকেও ভোট চাচ্ছেন আমাদের। দোয়া করছেন। বাড়িতে ফোন করে বলে দিচ্ছেন। আমি অনলাইন প্লাট ফর্মেও ব্যাশ সাড়া পাচ্ছি।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা তার নিজের ফেসবুক একাউন্টে বৃহস্পতিবার দুপুরে একটি নির্বচনী প্রচারণা মূলক ছবি পোষ্ট করেন। তাতে আব্দুস সাত্তার বাদল নামে একজন কমেন্ট করেন, তিনি লিখেন, পূরান চাল ভাতে বাড়ে। স্যার/জামাই/ভাগ্নে/বড় ভাই/ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী দেখার প্রত্যাশায় দোয়া রইল। একই পোষ্টে শেখ রফিকুল ইসলাম কমেন্ট করেছেন, পাশে আছি, থাকব ইনশাআল্লাহ, প্রয়োজনে প্রচারণা সভার সময় সূচি জানাবেন।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন বলেন, শেখ হাসিনার বদলৌতে সমাজের বৃহত্তর অংশ ফেসবুক ব্যাবহার করে। ফলে দিন শেষে ফেসবুকে থেকেও ভাল প্রচারণা চালাচ্ছি এবং ভাল ফলাফল পাওয়ার অপেক্ষায় আছি।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নি আক্তার বলেন, সারা দিন থাকি মাঠে। তাছাড়া এবার নির্বাচনে মৌসুমে চলছে, ধান কাটা। দিনের বেলায় কৃষকসহ অনেক মানুষকে ভোট প্রার্থনা করতে পারি না। ফলে ফেসবুক সেই সুযোগটা ব্যবহার করছি। ফেসবুকে পোষ্ট করলে সকল শ্রেণী পেশার মানুষের নিকট যাওয়া যাচ্ছে।
সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, সাটুরিয়ায় উপজেলা চেয়ারম্যান ৬ জন বৈধ প্রার্থী রয়েছেন, তারা হচ্ছেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, ঘোড়া মার্কা, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী, মোটর সাইকেল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম হোসেন, আনারস, সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, কাপ পিরিচ, বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন, হেলি কপ্টার এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দোয়াত কলম প্রতীক নিয়ে।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যুবদল নেতা সোহেল রানা মাইক, সাটুরিয়া উপজেলা জাসদের যুগ্ন আহবায়ক ফয়েজ আহম্মেদ, টিয়া পাখি, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, তালা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, চশমা, সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আঃ মাজেদ, উড়োজাহাজ, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুল হাসান খোকন টিউবওয়েল এবং অধ্যক্ষ মো. ইসহাক বই প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাটুরিয়া উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ও বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুস সোবহানের কন্যা মুন্নি আক্তার, প্রজাপতি, সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার, হাঁস, আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ফুটবল এবং সাটুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বেগম কলস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
আগামী ২৯ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৩য় ধাপে সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে ৬০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মে ২০২৪।