সাটুরিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাটুরিয়া প্রতিনিধি, ২০ নভেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া উপজলো পরষিদের মিনি মিলনায়তনে ফুলের শুভেচ্ছা গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, অলক রায়, সাটুরিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য মো. আপেল মাহমুদ চৌধুরী, সদস্য আব্দুস সালাম শফিকসহ আরও অনেকেই।
এসময় প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মো. মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, কার্যকরী সদস্য মো. হোসেন জয়, সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য মো. মোতালেব হোসেন, মো. কাওসার আহমেদ প্রমুখ।
এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, আমি প্রথমে স্বাস্থ্য বিভাগ নিয়ে কাজ করব। হাসপাতালে গেলেই সদরে, ঢাকা যান এটি চলবে না। সীমাবদ্ধতার মধ্যেও যার যার অবস্থান থেকে ঐক্যভাবে জনগণের সেবার জন্য একযোগে কাজ করে যেতে হবে। সাটুরিয়া উপজেলা বিভিন্ন ভাবে দেশের মধ্যে বিখ্যাত, বালিয়াটি জমিদার বাড়ি, সবজি, তাতের কাপর তার মধ্যে উল্লেখ্যযোগ্য। এ ছাড়া তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পরিস্কার করেন। অপরদিকে বাল্য বিয়ে বন্ধের জন্য সচেতনতা ও সাংবাদিকদের ভূমিকার কথা স্বরণ করেন। সাটুরিয়া উপজেলাকে আর ঢেলে সাজাতে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে সাথে সংবাদকর্মীদের সবার সামনে থেকে পরামর্শ প্রত্যাশা করেন।
মো. ইকবাল হোসেন তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরডিসি, টাঙ্গাইল জেলার নাগরপুর, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সুনামের সাথে সহকারী কমিশনার ভূমির দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএসের ৩৬ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে শিক্ষকতাও করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ নভেম্বর ২০২৪।