সাটুরিয়ায় ৩১ দফা শীর্ষক আলোচনা সভা

সাটুরিয়া প্রতিনিধি, ৪ জানুয়ারি,

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উপস্থাপিত ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহসিন উজ্জামান মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মো. জিন্নাহ খান।

সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. মঈন খান, মো. সাদ্দাম হোসেন, সদস্য সচিব এডভোকেট মো. রাকিবুর রহমান রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফ হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গেছে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। তারা উল্লেখ করেন, তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরো বলেন, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র ও অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং জাতি উন্নতির দিকে এগিয়ে যাবে।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দফাগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের জনগণের প্রতি সুবিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। বক্তারা আরও দাবি করেন, দেশের মানুষের মধ্যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই দফাগুলো অপরিহার্য।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাবে।

সভাটি সমাপ্তির পর নেতৃবৃন্দ সবার প্রতি আহ্বান জানান, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ৩১ দফা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই দফাগুলোর মাধ্যমে দেশের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া, সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং তারা সভার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ জানুয়ারি ২৫।

আরো পড়ুুন