সাটুরিয়া প্রতিনিধি, ১৮ জুলাই:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা প্রচার ও আলোচনা সভা শনিবার বিকালে সাটুরিয়ার হান্দুলিয়া- চামুটিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক আমীর হামজা, সেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিনুজ্জামান, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানসহ আরও অনেকেই।
সাটুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফ প্রচার ও আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা এবং ইউনিয়ন জাতীয়তা বাদী বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সনের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেন। এতে এই সময়ে এসে খুবই উপযোগী। এমন কোন খাত নেই যা ৩১ দফার মধ্যে নেই। সংবিধান, নির্বাচন, আইন, বিচার ব্যাবস্থা, মিডিয়া, দুনীর্তি, আইনের শাষন, ধর্ম, প্রাকিতিক সম্পদ, জাতীয় স্বার্থ, প্রতিরক্ষা, মুক্তিযোদ্ধ, নারী, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি, সড়ক, জলবায়ু, তথ্য ও যোগাযোগ এবং সময় উপযোগী পরিকল্পনাকে নিয়ে এসেছেন। বাশার আরো বলেন, এই মানিকগঞ্জ ও সাটুরিয়া বিএনপির ঘাটি। খুনী হাসিনা রাতের আধারে ভোট চুরি করে এখান থেকে এমপি বানিয়েছেন। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে পূনরায় বিএনপির ঘাটি কে দেশের মধ্যে পরিচিত করে তোলবেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জানুয়ারি ২০২৫।