সাটুরিয়া প্রতিনিধি, ৮ ডিসেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়ায় হত্যা মামলার আসামী আটকিয়ে রেখে পুলিশের হাতে সোপর্দ করায় মো. শাওন নামে এক গ্রাম পুলিশকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া থানা চত্ত্বরে গ্রাম পুলিশদের সম্মেলনে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস এ পুরুস্কার বালিয়াটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মো. শাওনের হাতে এ পুরুস্কার তোলে দেন।
সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানাযায়, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের অটল সূত্রধরের হাতে বাবা কালিদাস সূত্রধর খুন হন চলতি বছরের২৩ অক্টোবর। ওই ঘটনায় খুনিকে গ্রাম পুলিশ মো. শাওন হোসেন আটকিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনায় গ্রাম পুলিশদের উৎসাহ দেবার জন্য গ্রাম পুলিশ শাওনকে পুরুস্কৃত করেন।
এসময় উপজেলার নয় ইউনিয়নের গ্রাম পুলিশ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ, সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রলীগের সভাপতি মো. শামীম হোসেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত সুকুমার বিশ্বাস বলেন, পুলিশের সর্বশেষ ফিল্ড পর্যায়ে আমার গ্রাম পুলিশগণ কাজ করে থাকেন। আমাদের সকল কাজে তারা সহায়তা করে থাকেন। কোন দুর্ঘটনা ঘটলেই প্রথমেই গ্রাম পুলিশ আমাদের সংবাদ দিয়ে থাকেন। আমাদের পুলিশদের জেলা পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে মাসিক পুরুস্কার দিয়ে থাকেন। তাই আমরাও গ্রাম পুলিশদের পুরুস্কারের ব্যবস্থা করেছি। হত্যা মামলার আসামীকে আটক করে আমাদের নিকট সোপর্দ করায় আজকে বালিয়াটির গ্রাম পুলিশ শাওনকে সম্মাননা দিয়েছি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ ডিসেম্বর ২০২২।