সাটুরিয়া প্রতিনিধি, ২০ আগষ্ট:
মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি মঙ্গলবার সকালে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকালে সাটুরিয়া বাসষ্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পওে দুপুর ১টার দিকে এক বন্যাঢ্য র্যালি সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসীন উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক আমির হামজাসহ উপজেলার ৯ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এসময় সাটুরিায়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ আগষ্ট ২০২৪।