সাটুরিয়ায় স্প্রে করে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ১২ আগষ্ট:

মানিকগঞ্জে বেড়েছে স্প্রে করে ডাকাতি। এঘটনায় ডাকাতির প্র্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ।

গত শুক্রবার গভীর রাতে সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের বিল্লাল পাগালার আস্তনা সংগল্গন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, ডাকাতীর প্রস্তুতির সময় আমাদের একটি দল ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ উদ্ধার করে। অপর ডাকাতরা অন্য একটি সিএনজিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা ডাকবাতরা হলো রুস্তম আলী ও সুমন মিয়া। এদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীর হাটাইলগ্রামে। ডাকাতরা ২টি সিএনজিতে উপজেলার হরগজ এলাকায় আসে। পুলিশের অভিযানকালে তাদের একটি সিএনজির স্টাট বন্ধ হলে অপর সিএনজিতে বাকী ডাকাতরা পালিয়ে যায়। এসময় এই ২ ডাকাতকে গ্রেফতরা করা হয়।

তাদের নামে পৃথক দুটি মামলা ছাড়াও সম্প্রতি সাটুরিয়া উপজেলার পূলশুরা গ্রামের মক্তিযোদ্ধা জিন্নত আলীর বাড়িতে স্প্রে করে ৮ লক্ষ ও ভাটারা গ্রামের শিক্ষক কাশেম আলীর বাড়িতে স্প্রে করে ১২ লক্ষ টাকার মালামাল লুট করে একটি চক্র। ঐ দুটি মামলায় দুই ডাকাতদের আসামী দেখিয়ে শনিবার দুপুরে রিমান্ড চেয়ে মানিকগঞ্জ আদালাতে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস আরো বলেন, ডাকাত মো. রুস্তম আলীর নামে বিভিন্ন থানায় ৮ টি ডাকাতি মামলা, ১ টি হত্যা মামলা, অস্ত্র আইনে ১ টি মামলা, বিস্ফ্রেরক আইনে ১ টি মামলা,দূশ্যতা ২ টি মামলা ও চেতনাশক ও চুরি মামলা রয়েয়ে ২ টি। অপর আসামী মো. সুমন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১ টি দূস্যতা মামলা ও ৫ টি চুরি মামলা রয়েছে। গেল সপ্তাহ ও চলতি সপ্তাহে স্প্রে করে মালামাল লুটের বিষয়ে খুব দ্রুত ভাল সংবাদ আপনাদের দিতে পারব। এ বিষয়ে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ আগষ্ট ২০২৩।

আরো পড়ুুন