সাটুরিয়া প্রতিনিধি, ১৪ জানুয়ারী:
বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের সেবা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার জনগনের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এজেন্ট শাখা উদ্বোধন হয়েছে।
জেলার সাটুরিয়া উপজেলাধীন নয়াডিঙ্গীতে সোনালী ব্যাংকের এজেন্ট নয়াডিঙ্গী আউটলেট বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রোকনুজ্জামান।
সোনালী ব্যাংক লিমিটেড সাটুরিয়া শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন, স্থানীয় মেম্বার উত্তম কুমার হাওলাদারসহ আরও অনেকেই। এছাড়াও স্থানীয় ব্যাবসায়ীরা এতে অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন,নাডিঙ্গীতে সোনালী ব্যাংকের সেবা পাওয়া যাবে এতে এলাকাবাসী ও ব্যবসায়ী বৃন্দ অনেক উপকৃত হবে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সোনালী ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সোনালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহত ব্যাংক; সমগ্র বাংলাদেশে এ ব্যাংকের এক হাজার দুই শত ২৭ টি শাখা ও দেশে বাহির ২ টি শাখা রয়েছে যা অন্য কোন ব্যাংকের নেই। সোনালী ব্যাংক ধীর গতিত চললেও এর রয়েছে সচ্ছতা ও জবাবদিহিতা।
সোনালী ব্যাংক লিমিটেড সাটুরিয়া শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোস্তাফিজুর রহমান বলেন, সকল ব্যাংকের মাদার ব্যাংক হলো সোনালী ব্যাংক সকল ব্যাংকের টাকা দিন শেষে সোনালী ব্যাংকেই যায়। তাই অন্য কোথাও না যেয়ে সোনালী ব্যাংকে টাকা রাখাই ভাল।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ জানুয়ারী ২০২৩।